ঈশ্বরদীর চরকুড়ুলিয়া সহিংসতার ঘটনায় প্রধান আসামী ইয়াছিন মির গ্রেফতার
পাবনার ঈশ্বরদী উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন পরবর্তী সহিংসতায় এক নারীসহ ১০ জন্য আহত হয়েছেন। এ ঘটনায় প্রধান আসামি ইয়াছিন মিরকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩০ নভেম্বর) রাতে উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের চরকুড়ুলিয়া গ্রামে হামলা, মারপিট ও ভাঙচুরের এ ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে আলম, বাদশা, জনি মালিথা, মামুন, শফি ঘোষ ও শাহজামালকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অপর পক্ষের আলামিন, সাইফুল এবং আলেয়া বেগমকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এঘটনায় মামুন সরদার বাদী হয়ে ইয়াছিন মির (৬০)কে প্রধান আসামী করে রাশিদুল মির(২৫), হাসিবুল, আব্দুর রউফ(২৮), আবু সাঈদ মীর(৩৫) রাসেল(৩০), স্বপন(২২) নামে থানায় মামলা দায়ের করেন।
বুধবার(০৮ ডিসেম্বর) সন্ধ্যায় এই মামলার ১ নং আসামি ইয়াছিন মিরকে লক্ষীকুন্ডার চরগড়গড়ি হাট থেকে গ্রেফতার করেছে বলে জানিয়েছেন ঈশ^রদী থানার এসআই সৌরভ।
মামলার এজহারে মামুন সরদার উল্লেখ করেন, মঙ্গলবার (৩০ নভেম্বর) রাত সাড়ে সাতটায় উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের চরকুড়ুলিয়া গ্রামে আসামীগণ হাতে ছোড়া, হাসুয়া,রামদা, লোহার রড, লাঠিসহ মারাত্মক অস্ত্র সস্ত্রে সজ্জিত হইয়া আমার বাড়িতে হামলা চালায়। এতে অনেকেই গুরুত্বর আহত হয়।
এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ সত্যতা স্বীকার করে বলেন, লক্ষীকুন্ডার নির্বাচন পরবর্তী সহিংসতা মামলার প্রধান আসামি ইয়াছিন মিরকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য এই ইয়াছিন মির একটি হত্যা মামলার ২নং আসামী ছিলেন।