ইয়াছিন হত্যা মামলার প্রধান আসামি সহ গ্রেফতার ৩
ভাঁড়ারা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ইয়াছিন হত্যা মামলার অন্যতম প্রধান আসামী মোঃ রবিউল ইসলাম রবি, মোঃ শহিদুল ইসলাম , ( শহিদুল্লাহ) এবং মোঃ সিরাজ শেখ দুইটি অবৈধ অস্ত্র গুলিসহ গ্রেফতার।
পুলিশ সুপার পাবনা মহোদয়ের নির্দেশক্রমে পাবনা জেলাকে অবৈধ অস্ত্র এবং মাদক মুক্ত করার লক্ষ্যে অদ্য ইং ১৮/১২/২০২১ তারিখ রাত্রী-০১.৫০ ঘটিকার সময় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) এবং অতিরিক্ত পুলিশ সুপার পাবনা সদর সার্কেল এর নেতৃত্বে ডিবি পাবনা এবং সদর থানা পুলিশের যৌথ আভিযানে পাবনা সদর থানার মামলা নং-২৪ তারিখ-১২/১২/২০২১ইং ধারা-১৪৩/৩২৫/৩২৬/৩০৭/৩০২/১১৪/৩৪ পেনাল কোড এর এজাহার নামীয় অন্যতম প্রধান আসামী ১। মোঃ রবিউল ইসলাম রবি (৪০), পিতা-মোঃ খবির শেখ, সাং-মহাদেবপুর পূর্বপাড়া ২। মোঃ শহিদুল ইসলাম, শহিদুল্লাহ (৩০) পিতা-মোঃ নাদের বিশ্বাস সাং-কোলাদি বিজয় রামপুর এবং মামলার অজ্ঞাত আসামী ৩। মোঃ সিরাজ শেখ (৩৬) পিতা- মোঃ তাহেজ উদ্দিন সাং-মহাদেবপুর পূর্বপাড়া উভয় থানা-পাবনা সদর, জেলা-পাবনাদেরকে পাবনা সদর থানাধীন ভাঁড়ারা ইউপির অন্তর্গত কোলাদি চারা বটতলা নামক স্থান হতে আসামী ১। মোঃ রবিউল ইসলাম রবি, ২। মোঃ শহিদুল ইসলাম, (শহিদুল্লাহ) এবং ৩। মোঃ সিরাজ শেখ দেরকে এক রাউন্ড গুলি সহ একটি বিদেশি পিস্তল এবং তিন রাউন্ড গুলি সহ একটি ওয়ান শুটার গান সহ আটক করা হয়।