বিনা টিকিটে ভ্রমন জরিমানা ৪ লক্ষ ৩৩ হাজার টাকা।
গতকাল ২৩শে ডিসেম্বর বৃহস্পতিবার নুর আলম এসিও পাকশী নেতৃত্বে পার্বতীপুর, রাজবাড়ি, সান্তাহার খুলনাসহ বিভিন্ন ষ্টেশনে ট্রেনে অভিযান চালিয়ে জরিমানাসহ ৪ লক্ষ৩৩,০০০ হাজার টাকা আদায় করা হয়।
এর মধ্যে সান্তাহার-পার্বতীপুর টিকিট বিহীন ৪৪৭জনের কাছ থেকে ভাড়া আদায় ৪৭,০০০ হাজার টাকা।এবং জরিমানা আদায় ২৭,১০০টাকা,মোট ৭৪ হাজার ১০০ টাকা।সান্তাহারে ১১২ জন যাত্রীর নিকট থেকে ভাড়া ১১,৩৬০ টাকা জরিমানা ৫৬০০ টাকাসহ মোট
১৬,৯৬০ টাকা। সান্তাহার ৩৪৮ জনের নিকট থেকে ভাড়া বাবদ ৪০,৮০০টাকা, জরিমানা
১৭,৪০০টাকা সহ মোট ৫৮,২০০ টাকা। রাজবাড়িতে ৩০০ জনের নিকট থেকে ভাড়া বাবদ ৩৫,০০০টাকা, জরিমানা ২০,০০০টাকা,মোট ৫৫,০০০ টাকা
খুলনাতে ১৭৬ জনের কাছ থেকে ভাড়া বাবদ ৪৪,৩২০টাকা,এবং জরিমানা ২১,১১০টাকা,এবং মোট ৬৫,৪৩০টাকা আদায় করা হয়। এবং এসিও পাকশী- ৬৭৫জনের কাছ থেকে ভাড়া বাবদ ১,১০,০৩০টাকা,এবং জরিমানা ৫৪,০০০হাজার টাকাসহ মোট ১,৬৪,০৩০টাকা আদায় করা হয়।
সর্ব মোট ১৯৫৮জনের নিকট থেকে ভাড়া বাবদ ২,৮৮,৫১০টাকা জরিমানা ১,৪৫,২১০ টাকাসহ মোট-৪,৩৩,৭২০ টাকা আদায় করা হয়।