শপথ নিলেন ঈশ্বরদী উপজেলার নির্বাচিত ৭ ইউ পি চেয়ারম্যান
শপথ নিলেন ঈশ্বরদী উপজেলার ৭ ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান।
আজ বৃহস্পতিবার দুপুরে পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান পাবনা জেলার জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন।
শপথ গ্রহণ করেন লক্ষ্মীকুন্ডা ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান আনিসুর রহমান শরিফ, ছলিমপুর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা, দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান নুরুল ইসলাম সরদার বকুল,
সাঁড়া ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার,পাকশি ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান সাইফুজ্জামান পিন্টু বিশ্বাস, মুলাডুলি ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান আব্দুল খালেক মালিথা,
সাহাপুর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান এমলাক হোসেন বাবু বিশ্বাস।
আগামী রবিবার ২৬ ডিসেম্বর নির্বাচিত চেয়ারম্যানরা স্ব স্ব ইউনিয়ন পরিষদের দায়িত্ব গ্রহণ করবে বলে জানা গেছে।