৩০ জানুয়ারী পাকশী বিভাগের বিভিন্ন ট্রেনে অভিযান পরিচালনা করে রেলের পাকশী বিভাগের এসিও নুরুল আলম টিটিইদের সাথে নিয়ে বিনা টিকিটে ভ্রমনকারী যাত্রীদের নিকট থেকে জরিমানাসহ ভাড়া আদায় করেন। অভিযানে তারা সিল্কসিটি এক্সপ্রেস, একতা এক্সপ্রেস, চিত্রা এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস ট্রেনের বিনা টিকিটের যাত্রীদের নিকট থেকে ২ লক্ষ ২৫ হাজার ৮৬০ টাকা জরিমানাসহ ভাড়া আদায় করেন।
এ সময় টিটিই আব্দুল আলীম মিঠু, গোলাম কিবরিয়া, আবু সুফিয়ান মোঃ নাসির, মোস্তাফিজুর রহমান রানা, নুরে আলম, সুমন সরকার সাথে ছিলেন।
অভিযানে তারা ৬২৮ জন বিনা টিকিটের যাত্রীর নিকট থেকে ভাড়া বাবদ ১ লক্ষ ৫৩ হাজার ৪৩০ ও জরিমানা হিসাবে ৭২ হাজার ৪৩০ টাকা মোট ২ লক্ষ ২৫ হাজার ৮৬০ টাকা আদায় করেন।
এ ব্যাপারে এসিও নুরুল আলম জানান, রেল জাতীয় সম্পদ ইহা রক্ষণাবেক্ষন ও নির্দিষ্ট গন্তব্যে টিকিট সংগ্রহ করে যাতায়াত করা দেশের প্রতিটি নাগরিকের দায়ীত্ব।
তারপরও যদি কেউ বিনা টিকিটে কেউ ট্রেন ভ্রমণের চেষ্টা করেন তাহলে তাকে জরিমানাসহ ভাড়া প্রদান করতে হবে। আর এ দায়ীত্ব পালনে আমরা সর্বদা প্রস্তুত রয়েছি।