৯০০ গ্রাম গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
গতকাল ০১ জানুয়ারি, ২০২১ তারিখ ১৪.১৫ ঘটিকার সময় র্যাব-১২, সিপিসি-২ পাবনা, র্যাবের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার কিশোর রায় এর নেতৃত্বে ঘটনাস্থল পাবনা জেলার সাথিয়া থানাধীন গোবিন্দপুর নিকট থেকে মোঃ রিয়াজউদ্দিন সরকার (৭০) এর বসত বাড়ীর উত্তর পাশের পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। মোঃ আনোয়ার হোসেন (৩৮), পিতা-মৃত শহিদুল ইসলাম, সাং-হাটবাড়িয়া, থানা-সাথিয়া, জেলা-পাবনা, ২। মোঃ ছাত্তার প্রামানিক (৫০), পিতা- ইউসুফ আলী, সাং-তেথুলিয়া, থানা-সাথিয়া, থেকে গ্রেফতার করে। গ্রেফতার পূর্বক আসামীদ্বয়ের নিকট হতে ৯০০ গ্রাম অবৈধ নেশা জাতীয় মাদক দ্রব্য গাঁজা, মোবাইল-০১টি ও নগদ ৪০৫০/- টাকা উদ্ধার করে। উক্ত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তাহারা দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা নিজের হেফাজতে রেখে নিজ এলাকাসহ জেলার বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল।
উক্ত আসামীদ্বয়ের বিরুদ্ধে পাবনা জেলার সাথিয়া থানায় মামলা রুজু করা হচ্ছে।