ডিবির হাতে গাঁজার গাছ ও অস্ত্র সহ ০২(দুই) জন গ্রেফতার ।
পাবনা জেলাকে অপরাধ এবং মাদক মুক্ত করার লক্ষ্যে অদ্য ইং ১৩/০১/২০২২ তারিখ রাত্রী-০১.২০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা,পাবনার একটি চৌকশ দল পাবনা জেলার সদর থানাধীন বাহিরচর গ্রামে মোঃ সোহরাব সরদার এর বসত বাড়ীতে অভিযান চালিয়ে একটি ১৫ ফুট লম্বা ও ২০ কেজি ওজন গাঁজার গাছ এবং দেশীয় অস্ত্র সহ গ্রেফতার করে ডিবি পুলিশ। আসামীদের পরিচয় নিশ্চিত করেছেন ডিবি পুলিশ১। মোঃ সোহরাব সরদার (৫২) পিতা-মৃতঃ সন্তেষ সরদার, ২। মোঃ আলহাজ সরদার (২০) পিতা-মোঃ সোহরাব সরদার উভয় সাং-বাহিরচর থানা-পাবনা সদর থেকে তাতেরকে গ্রেফতার করে।আসামীদ্বয় তাদের বসত বাড়ীতে দীর্ঘদিন যাবৎ মাদক দ্রব্য গাঁজা গাঁছ চাষাবাদ সহ দেশীয় অস্ত্র দ্বারা আমলযোগ্য অপরাধ করে আসছিল বলে জানা যায়।