হত্যা মামলার আসামী গ্রেফতার
আজ ১৪.৩৫ ঘটিকায় সময় র্যাব-১২, সিপিসি-২ পাবনা, এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি কিশোর রায় এর নেতৃত্বে ‘‘পাবনা জেলার সদর থানাধীন শালগারিয়ার স্কয়ার সড়ক নিপুন ভবনের সামনে হতে হত্যা মামলার গ্রেফতারী পরোয়ানাভূক্ত পলাতক আসামী অনন্ত অনন্ত কুমার বৈরান (৪৫), পিতা- সুশান্ত কুমার বৈরান গ্যানেট কে গ্রেফতার করে।
তাকে জিজ্ঞাসাবাদ শেষে পাবনা আটঘরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।