ঘরোয়া রেস্টুরেন্ট শুভ উদ্বোধন।
ঈশ্বরদীতে উন্নতমানের রেস্টুরেন্ট জগতে নিউ ঘরোয়া রেস্টুরেন্ট নামের আরও একটি নতুন সংযোজন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঈশ্বরদীর প্রাণকেন্দ্র পাবনা রোডের খাদ্য গুদাম ও বিদ্যৎ অফিসের মাঝামাঝি অবস্থিত একটি আধুনিক ভবনের দ্বিতীয়তলায় ‘নিউ ঘরোয়া রেস্টুরেন্ট’এর উদ্বোধন করা হয়েছে। বিশিষ্ট সমাজ সেবক,শিক্ষানুরাগী ও ব্যবসায়ী আলহাজ¦ সাইদুল ইসলাম মান্না সরদার,রেস্টুরেন্টর পরিচালক রাসেল আহমেদ, সাংবাদিক,ব্যবসায়ী,বিশিষ্ট ব্যক্তিরা এবং কর্মকর্তাবৃন্দরা ফিতা কেটে ও মধ্যাহ্ন ভোজের মাধ্যমে এই রেস্টুরেন্টের উদ্বোধন করেছেন। নিউঘরোয়া মানে বিশেষ স্পেশাল মানের নানা প্রকার বাহারী রকমের দেশীবিদেশী খাদ্যসম্ভারের নিশ্চয়তা। যে কোন শ্রেণীর মানুষ এক বাক্যে স্বীকার করবেন নিউ ঘরোয়ার রাান্না মানেই স্বাদের রান্না।