জাতীয় সাংবাদিক সংস্থার ৪১ তম বর্ষ উৎযাপন।
গতকাল ১২ই ফেব্রুয়ারী পাবনা শহরের ফুড ফেয়ারে জাতীয় সাংবাদিক সংস্থার ৪১ তম বর্ষ উৎযাপন শুরু হয় সংবাদ পত্রের অবিচ্ছেদ্য অঙ্গ সংবাদপত্র ডিষ্ট্রি বিউটরদের উপহার প্রদানের মাধ্যমে। এরপর পত্রিকার ডিষ্ট্রিবিউটরদের সমস্যা নিয়ে বক্তব্য রাখেন পাবনার সভাপতি খন্দকার ইসমাইল হোসেন বিকুল ও সেক্রেটারি বাপ্পি। ডিষ্ট্রিবিউটরদের সমস্যার সমাধান নিয়ে বক্তব্য রাখেন বিভিন্ন পত্রিকার সম্পাদক গন। অনুস্থানে উপস্থিত ছিলেন দৈনিক সিন্সার প্রকাশক ও সম্পাদক এস, এম, মাহবুব আলম, দৈনিক বিপ্লবী সময় এর প্রকাশক ও সম্পাদক মোঃ সোহেল রানা বিপ্লব, দৈনিক জীবন কথার নির্বাহী সম্পাদক মাহতাব উদ্দিন, দৈনিক ইছামতির ব্যপস্থাপনা পরিচালক মোখলেসুর রহমান খান (বিপ্লব), দৈনিক পাবনার বানীর সম্পাদক খন্দকার আসাদুজ্জামান। পৌর কাউন্সিলর বাদল, রিপন মতিয়ার, সিপন, আতিয়ার সহ আরও অনেকে। অনুষ্ঠানটি পরিচালনা করেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নেতা ও পাবনা জেলার আহব্বায়ক নাহিদ মিথুন, সার্বিক তত্তাবধানে ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার পাবনা জেলার জুগ্ন আহব্বায়ক মোঃ শামসুর রহমান শাহীন।