লালপুরে ট্রেনে কাটা পড়ে দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু
লালপুর প্রতিনিধি:
নাটোরের লালপুরে মোবাইলে ফেসবুক দেখতে দেখতে বাড়ি ফেরার পথে ট্রেনে কাটা পড়ে দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার রাতে উপজেলার আজিমনগর-আব্দুলপুর রেলপথের বিষ্টপুর নামক গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা লালপুর উপজেলার ইসলামপুর গ্রামের রেজাউলের পুত্র রকি (২০)ও একই গ্রামের মোয়াজ্জেম হোসেনের পুত্র সাকিব(২০)। ঘটনাস্থলেই রকির মৃত্যু হলেও আহত অবস্থায় সাকিবকে উদ্ধার করে স্থানীয়রা ও পরিবারের লোকজন তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথের মধ্যে তার মৃত্যু হয়েছে।
আব্দুলপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার ইমদাদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন