স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ঈশ্বরদীতে ‘বঙ্গবন্ধু উপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টেরর উদ্বোধন।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ঈশ্বরদীতে ‘বঙ্গবন্ধু উপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ শুরু হয়েছে।
আজ বুধবার বিকেলে ঈশ্বরদী সরকারি সাঁড়া মাড়োয়ারি স্কুল এন্ড কলেজ মাঠে এ টুর্ণামেন্টের উদ্বোধন করেন পাবনা- ৪ আসনের সাংসদ নুরুজ্জামান বিশ্বাস।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঈশ্বরদী ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার পিএম ইমরুল কায়েস। উপস্থিত ছিলেন অধ্যক্ষ আয়নুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসাদুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, আতিয়া ফেরদৌস কাকলী, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, সিনিয়র সাংবাদিক খোন্দকার মাহাবুবুল হক দুদু, সাপ্তাহিক জনদৃষ্টি সম্পাদক জাহাঙ্গীর হোসেন, উপজেলা সহকারী প্রোগ্রামার মাসুদ রানা, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহিন হোসেন প্রমূখ।
উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজিত এ টুর্নামেন্টে মোট আটটি দল অংশ নিয়েছে। উদ্বোধনী খেলায় দুটি দল অংশ নেয়। এতে ঈশ্বরদী পিজিসিবি একাদশ ১-০ গোলে রাজশাহীর বাঘা স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে।