জেলা গোয়েন্দা শাখা অভিযানে ২ মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার।
পুলিশ সুপার পাবনা জনাব মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম মহোদয়ের নির্দেশনায় পাবনা জেলাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্য জেলা গোয়েন্দা শাখা,পাবনার একটি অভিযানিক দল অদ্য ০৯/০৪/২০২২ ইং তারিখ পাবনা জেলার আতাইকুলা থানাধীন পুস্পপাড়া আলিয়া মাদ্রাসার সামনে রাত্রী-০০.৩০ ঘটিকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে ১০০(একশত) পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করে। উক্ত মাদক ব্যবসায়ীদ্বয় হলো ১. মোঃ উজ্জল প্রাং (২৯), পিতা-মৃতঃ আইজুদ্দিন, সাং-পুস্পপাড়া (গোরস্থানপাড়া) .২। মোঃ সুমন মোল্লা (২৮), পিতা-মোঃ মোফাজ্জল হক, সাং-পুস্পপাড়া (গোরস্থানপাড়া), উভয় থানা-আতাইকুলা, জেলা-পাবনা । উক্ত আসামীদ্বয়ের বিরুদ্বে পাবনা জেলার আতাইকুলা থানায় মাদক মামলা রুজু প্রক্রিয়াধীন।