ভাইয়ের হাতে ভাই খুন
বিশেষ প্রতিনিধি:
নাটোরের লালপুরে জমি সংক্রান্ত ঘটনায় বড় ভাইয়ের লাঠির আঘাতে মেঝ ভাই খুন হয়েছেন।
আজ ১২ এপ্রিল মঙ্গলবার বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাজেদুর ওই গ্রামের মৃত তাছির উদ্দীনের ছেলে।
নিহতের ছেলে মতিয়ার রহমান জানান, নিহতের ভাই আব্দুর রাজ্জাকের সাথে ১৯ কাঠা জমি ভাগ বাটোয়ারা নিয়ে দ্বন্ধ চলছিল। মঙ্গলবার বিকেলে কথা কাটাকাটির এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে তার বাবাকে চাচা ও চাচাতো ভাইয়েরা একত্রে এলোপাতাড়ি মারধর করেন। এতে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। আশাঙ্কাজনক অবস্থায় লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ারুজ্জামান জানান, এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আব্দুর রাজ্জাক ও তার ছেলে মশিউরকে থানায় নিয়ে আসা হয়েছে।