১১ বোতল ফেন্সিডিল, প্রাইভেটকার সহ আটক ৫
আজ ১৩.২০ ঘটিকায় র্যাব-১২, সিপিসি-২ পাবনা, র্যাবের
একটি আভিযানিক দল ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি কিশোর রায় এর নেতৃত্বে
গোপন সংবাদের ভিত্তিতে পাবনা জেলার পাবনা থানাধীন নলদহ সাকিনস্থ জনৈক আব্দুর রশিদ
(৬২), পিতা মৃত ইয়াছিন মোল্লা এর বসতবাড়ীর দক্ষিণ পাশের্^ পাবনা হতে সুজানগরগামী
পাঁকা রাস্তার উপর চেকপোষ্ট স্থাপন করে মাদক ব্যবসায়ী ০১। মোঃ টুটুল খান (৪৫), পিতা-
মৃত হোসেন আলী খান, সাং-ভবানীপুর, থানাঃ সুজানগর, জেলা-পাবনা ০২। স্বপন কর্মকার
(৩৯), পিতা-মৃত সুদেব কর্মকার, সাং-ভবানীপুর, থানাঃ সুজানগর, জেলা-পাবনা ০৩। দিলীপ
কুমার কর্মকার (৪৪), পিতা দেবেন্দ্রনাথ কর্মকার, সাং-ভবানীপুর, থানাঃ সুজানগর, জেলা-
পাবনা ০৪। আব্দুস সাত্তার (৫৯), পিতা মৃত আবু তাহের, সাং-পাটুয়া, থানাঃ আতাইকুলা,
জেলা-পাবনা এবং ০৫। মোঃ রইছ উদ্দিন খান (৫২), পিতা মৃত জাবেদ আলী খান, সাং-ভারাদপুর,
উক্ত ৫ আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।