ওয়ারেন্টভুক্ত পলাতক শীর্ষ সন্ত্রাসী মোঃ শামীম গ্রেফতার
র্যাব-১২, সিপিসি-২ পাবনা, র্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার কিশোর রায় এর নেতৃত্বে অদ্য ০৮/০৫/২০২২ খ্রিঃ তারিখ ০২.৪৫ ঘটিকায় পাবনা জেলার ফরিদপুর থানাধীন মঙ্গলগ্রাম পশ্চিম পাড়া এলাকায়” অভিযান পরিচালনা করে নাটোর জেলার বড়াইগ্রাম থানার মামলা নং-১১, মামলার ওয়ারেন্টভুক্ত ও অভিযুক্ত পলাতক আসামী মোঃ শামীম (২৬), পিতা-বক্কার প্রাং, সাং-মঙ্গলগ্রাম পশ্চিম পাড়া, থানা-ফরিদপুর, জেলা-থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতার পূর্বক উক্ত আসামী ০১টি হত্যা মামলা, ০২টি ডাকাতি মামলা, ০১টি বিস্ফোরক মামলা, ও ০২টি চুরি মামলায় অভিযুক্ত হয়ে দীর্ঘদিন যাবৎ পলাতক ছিল।
উক্ত আসামীকে জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, আমলী আদালত নং-৬, পাবনা বরাবর হস্তান্তর করা হয়েছে।