বেনাপোলে এক্সপ্রেসে নারী যাত্রীর ব্যাগ ছিনতাই
গতকাল ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেস এর নারী যাত্রীর ব্যাগ ছিনতাই হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় আনুমানিক ৩.১৫ মিনিটে বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি সিরাজগঞ্জে দিল পাশা এসে দাঁড়ালে, রেললাইনের সংস্কারের কাজ হওয়ার জন্য ট্রেনটি সেখানে থেমে যায়। ট্রেনটি থামা অবস্থায় জানালা দিয়ে এক ছিনতাই কারী, এক নারী যাত্রীর কাছে থাকা একটি ব্যাগ নিয়ে পালিয়ে যায়। তখনই মহিলাটি চিৎকার করলে ছিনতাইকারী দ্রুত পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় নারী যাত্রীর বাড়ি নরসিংদী। ঢাকা থেকে ইন্ডিয়ায় উদ্দেশ্যে চিকিৎসা ক্ষেত্রে ভারতে যাচ্ছিল। তার ব্যাগে থাকা অনেক টাকা একটি মোবাইল সহ ছিন্তাই কারী নিয়ে গেছে। নারী যাত্রীটি বলেন আমি চিকিৎসার জন্য ভারতে যাচ্ছিলাম। হঠাৎ ট্রেনটি থেমে গেলে আমার জানালা দিয়ে একজন লাফ দিয়ে উঠে এসে আমার হাতে থাকা ব্যাগটি নিয়ে দ্রুত লাফ দিয়ে নেমে পালিয়ে যায়। ছিনতাই হওয়া বিষয় টি ট্রেনপরিচালকের কাছে জানতে চাইলে ট্রেন পরিচালক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন মাঝেমধ্যেই ছিনতাইকারীরা যেখানে ট্রেন ক্রচিং হয় এবং দাঁড়ায় ছিনতাইকারীরা তখনই সুযোগ পেয়ে জানালা খোলা থাকলে তারা ছিনতাই করে দ্রুত পালিয়ে যায়। যাত্রীদের সব সময় সচেতন করা হয়। ট্রেনটির ভেতরে থাকা রেলওয়ে পুলিশ বিষয়টি দেখেছেন শুনেছেন কিন্তু কোনো পদক্ষেপ নেননি। ওই নারী যাত্রী বলেন রেলওয়ে পুলিশ বিষয়টি জেনে শুনে কোন পদক্ষেপ নেননি আমি সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার, রেলওয়ে পুলিশ সুপার,মহাদয়ের সবার কাছে আমার একটি আবেদন,ও বিনীত অনুরোধ করছি আমাকে আমাার ব্যাগটি খুজে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। কে এই ছিনতাইকারী ব্যক্তি, তাকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হোক।