১,৭১৫ পিস ইয়াবাসহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
গত কাল ২১.০৫ ঘটিকায় সময় র্যাব-১২, সিপিসি-২ পাবনা, র্যাবের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার কিশোর রায় এর নেতৃত্বে ‘পাবনা জেলার আতাইকুলা থানাধীন বামনডাঙ্গা থেকে মোঃ শহিদুল ইসলাম (৪৫) পিতা- মৃত শামসুর রহমান এর বসত বাড়ীর দক্ষিনে অবস্থিত মৃত শামছুল এর বসত বাড়ীর দক্ষিন দুয়ারী টিনসেড বসত ঘরের মাঝের কক্ষে’ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী উক্ত আসামী ১। মোঃ মকবুল হোসেন (৩৮), পিতা- মোঃ নজরুল ইসলাম, সাং-বামনডাঙ্গা, থানা-আতাইকুলা, জেলা-পাবনা ২। মোঃ আয়াজ (৩০), পিতা- মোঃ আলম, সাং- সাহাপ্রদীপ (জেলে পাড়া), থানা-টেকনাফ, জেলা- কক্সবাজার ৩। মোঃ আরমান শেখ (২৫), পিতা- আব্দুল বাতেন শেখ, সাং-বামনডাঙ্গা, থানা-আতাইকুলা, থেকে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতার পূর্বক উক্ত আসামীদের নিকট হতে ১,৭১৫ (এক হাজার সাতশত পনের) পিস অবৈধ নেশাজাতীয় মাদক দ্রব্য ইয়াবা, মোবাইল ০৩টি ও সিম ০৪টি উদ্ধার করে। ধৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তাহারা দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা নিজ নিজ হেফাজতে রেখে নিজ এলাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল।
এ সংক্রান্তে আসামীদের বিরুদ্ধে পাবনা জেলার আতাইকুলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে ।