৫২৫ হেরোইন ও মোটরসাইকেলসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
গতকাল ১৪.৪৫ ঘটিকায় সময় র্যাব-১২, সিপিসি-২ পাবনা, র্যাবের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার কিশোর রায় এর নেতৃত্বে ‘পাবনা জেলার পাবনা থানাধীন মালিগাছা মোড়স্থ জনৈক মোঃ নিজাই এর চায়ের দোকানের বটগাছের নিচে’ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আসামী ১। মোঃ বুলবুল আহাদ (৪০), পিতা-মৃত মোঃ আলী, সাং-রামনগর, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী, ২। মোঃ সুমন শেখ (৩৪), পিতা-মোঃ ফোরকান, সাং-আটুয়া খাঁ পাড়া,থেকে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতার পূর্বক উক্ত আসামীদ্বয়ের নিকট হতে হেরোইন-৫২৫ গ্রাম, এ্যাংগেল গ্রিন্ডার মেশিন-০১টি, ইলেকট্রিক মটর-০১টি, ঊসু-০১টি, কর্নি-০১টি, প্লাস্টিকের লেভেল পাইপ-০১টি, বৈদ্যুতিক তার সংযুক্ত মাল্টি প্লাগ-০১টি, বৈদ্যুতিক তার-০১টি, ভাইব্রেটর নজেল-০১টি, মোবাইল-০৪টি, সিম-০৭টি, নগদ-১৭,২২০/- টাকা এবং মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১টি মোটর সাইকেল উদ্ধার করে। উক্ত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তাহারা দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য হেরোইন নিজ নিজ হেফাজতে রেখে নিজ এলাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল।
উক্ত আসামীদ্বয়ের বিরুদ্ধে পাবনা জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে