১৪০ ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
গত কাল ১৮.৪৫ ঘটিকায় র্যাব-১২, সিপিসি-২ পাবনা, র্যাবের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার কিশোর রায় এর নেতৃত্বে ঘটিকায় ‘পাবনা জেলার আমিনপুর থানাধীন কাজিরহাট (দিয়ারব্রাম্মুনদি, পেঁপেবাগান) থেকে মোঃ সহিদুর রহমান এর আরআর এন্টারপ্রাইজ ওয়ার্কশপ এর সামনে পাঁকা রাস্তার উপর’ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ আক্তার হোসেন (৫২) (ড্রাইভার), পিতা-মৃত আব্দুল খালেক, ০২। মোঃ খায়রুল ইসলাম (৩৪) (হেলপার), পিতা-মোঃ বদর উদ্দিন, উভয় সাং চোরপুতা তেতুলিয়া, থানা-জীবননগর, থেকে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতার পূর্বক উক্ত আসামীর নিকট হতে ১৪০ (একশত চল্লিশ) বোতল অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল, মাদক বহন কাজে ব্যবহৃত পাথর ভর্তি ০১টি ট্রাক, ট্রাকের আনুষংগিক কাগজপত্র, মোবাইল-০২ টি, সিম-০৪ টি এবং নগদ-২৬০০/- টাকা উদ্ধার করা হয়। উক্তআসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তাহারা দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল নিজ নিজ হেফাজতে রেখে নিজ এলাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল।
উক্ত আসামীদ্বয়ের বিরুদ্ধে পাবনা জেলার আমিনপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে ।