বিএনপি নেতা জাকারিয়া পিন্টুকে গ্রেফতারের প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভ মিছিল
পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক ও ঈশ্বরদী উপজেলা বিএনপির সদস্য সচিব সাবেক ছাত্রনেতা জাকারিয়া পিন্টুকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপিরসহ তার অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।
আজ রবিবার শনিবার(২৬ জুন) সন্ধ্যায় শহরের উপজেলা রোডস্থ বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে এই বিক্ষোভ মিছিল ও সমোবেশ করে নেতাকর্মীরা।
এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক আহসান হাবিব, পৌর বিএনপির যুগ্ন সম্পাদক এস এম ফজলুর রহমান, পৌর বিএনপির সদস্য সচিব বিষ্টু কুমার সরকার, যুগ্ন আহবায়ক আতাউর রহমান পাতা, আমিনুর রহমান স্বপন, বিএনপির নেতা আক্কাস আলী, রুহুম আমিন প্রমূখ।
উল্লেখ্য, বহুল আলোচিত ঈশ্বরদী রেলস্টেশনে ১৯৯৪ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে হামলা ও গুলিবর্ষণের মাধ্যমে হত্যাচেষ্টা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জাকারিয়া পিন্টুকে গ্রেপ্তার করেছে র্যাব। কক্সবাজারের টেকনাফ থেকে গতকাল শনিবার তাঁকে গ্রেপ্তার করা হয়েছে