৪০০ পিচ ইয়াবা সহ মনির গ্রেফতার
পুলিশ সুপার পাবনা (বর্তমান অতিরিক্ত ডি আই জি পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম এর নির্দেশনায় পুলিশ পরিদর্শক মোঃ শহিদুল ইসলাম (আই সি পাকশি পুলিশ ফাঁড়ি) এস আই/মোতালেব হোসেন এবং ফোর্স সহ ইং ২৫/০৮/২২ তারিখ দুপুর ১৪,৪৫ ঘটিকায় ঈশ্বরদী থানাধীন বাঘইল স্কুল পাড়া মোড় থেকে মোস্তাক আহমেদ মনির (৩৯) পিতা মৃত আবু ইউসুফ গ্রাম সাখাড়ী পাড়া থানা আতাই কুলা জেলা পাবনা কে আটক করিয়া তাহার পান্টের পকেটে সাদা পলিথিনে থাকা ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
মামলার প্রস্তুতি চলছে।