মাদকদ্রব্য গাঁজা’সহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
গতকাল র্যাবের-১২, সিপিসি-২ পাবনা, র্যাবের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র এএসপি কিশোর রায় এর নেতৃত্বে অভিযানে সিংগা উত্তরপাড়া সাকিনস্থ সিংগা বাজার হইতে কয়রাবাড়ী গামী পাকা রাস্তা হইতে সিংগা গোরস্থান হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা গামী রাস্তায় কালভার্টের উপর’ অভিযান পরিচালনা করে। উক্ত আসামী ০১। মোঃ শাওন আলী (২১), পিতা-মোঃ একরাম হোসেন, সাং-সিংঙ্গা উত্তরপাড়া, ০২। মোঃ সোহাগ (২২), পিতা-সাইদুর রহমান, সাং-মনোহরপুর ০৩। মোঃ সুজন (২৪), পিতা-ইদ্রিস প্রাং, গ্রাম-পাটকিয়াবাড়ী তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতার পূর্বক আসামীর নিকট হতে ০২ (দুই) কেজি অবৈধ নেশা জাতীয় মাদক দ্রব্য গাঁজা, মোবাইল-০৩ টি, সীম-০৪টি, নগদ-১০৩০/- টাকা উদ্ধার করে। ধৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তাহারা দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা নিজেদের হেফাজতে রেখে নিজ জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল।
উক্ত আসামীর বিরুদ্ধে পাবনা জেলার সদর থানায় এজাহার দায়ের করা হয়েছে।