ডিগ্রি অর্জন করায় সিয়ামকে সংবর্ধনা দিল ঈশ্বরদী সাহিত্য-সংস্কৃতি পরিষদ
চট্রগ্রাম প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) থেকে বি.ইউ.আর.পি ডিগ্রি অর্জন করায় ঈশ্বরদী সাহিত্য-সংস্কৃতি পরিষদ মোঃ সানিউল আলম সিয়ামকে ফুল দিয়ে বরণ ও সংবর্ধনা প্রদান করা হয়েছে।
আজ শনিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঈশ্বরদী সাহিত্য-সংস্কৃতি পরিষদ কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই সংবর্ধনা প্রদান করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এডভোকেট মোস্তাফিজুর রহমান খান কামাল।
সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঈশ্বরদী সাহিত্য-সংস্কৃতি পরিষদের সহ-সভাপতি ও বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফান্টু, বীরমুক্তিযোদ্ধা আব্দুল খালেক, বীরমুক্তিযোদ্ধা এমদাদুল হক, সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা ই.ম শহীদুল ইসলাম, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান ড.মীর হুমায়ুন কবীর বিপ্লব, সাংগঠনিক সম্পাদক ও সিয়ামের গর্বিত পিতা জাহিদুল আলম সনু, ঈশ্বরদী সাহিত্য কোলাহলের সভাপতি রইচ উদ্দিন বাবলু, সাধারণ সম্পাদক রেজাউল করিম ফেরদৌস, অবসরপ্রাপ্ত প্রকৌশলী ওহিদুর রহমান ঝন্টু, অর্থ সম্পাদক আবু দাউদ, সাংস্কৃতিক সম্পাদক এস আলমগীর, প্রকৌশলী আলমগীরুল নিউটন, নজরুল প্রেমী ও কলাম লেখক নূরুল ইসলাম বাবলু ও আদুবালা শীল প্রমূখ।
অনুষ্ঠান পরিচালনা করেন যুগ্ন সম্পাদক আতাউর রহমান বাবলু’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা সানিউল আলম সিয়ামকে এই অর্জনের জন্য তাকে অভিনন্দন জানান এবং তার উত্তোরত্তর সম্মৃদ্ধি কামনা করেন।