১ কেজি ৬০ গ্রাম মাদক দ্রব্য গাঁজা’সহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
গতকাল ২২.১০ ঘটিকার সময় র্যাব-১২, সিপিসি-২ পাবনা, র্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিঃ এএসপি কিশোর রায় এর নেতৃত্বে ‘পাবনা জেলার পাবনা থানাধীন পূর্ব রাঘবপুর থেকে মোঃ ইসরাইল মোল্লা (৪০), পিতা-মৃত ইজু মোল্লা এর বাড়ীর সামনে শ্রীপুর টু ধোপাঘাটা গামী পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী উক্ত আসামী ০১। মোঃ রাজু খাঁ (৩০), পিতা- মৃত খোরশেদ খাঁ, মাতা-হাসিনা খাতুন, সাং-পূর্ব রাঘবপুর, ০২। মোঃ সাদ্দাম হোসেন (৩৭), পিতা-মোহাম্মদ আলী, মাতা-মোছাঃ মিনি খাতুন, সাং-দৌগাছী (কামকুলা)থেকে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতার পূর্বক ধৃত আসামীদ্বয়ের নিকট হতে ০১ কেজি ৬০ গ্রাম গাঁজা, ০১টি মোবাইল ফোন, ০১টি সীম কার্ড ও নগদ ৬৩৭০/- (ছয় হাজার তিনশত সত্তর) টাকা উদ্ধার করে। ধৃত আসামীদ্বয়ের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তাহারা দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা নিজ নিজ হেফাজতে রেখে নিজ জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল।
উক্ত আসামীদ্বয়ের বিরুদ্ধে পাবনা জেলার সদর থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।