৩৬ ঘন্টার মধ্যে স্ত্রী হত্যার আসামী রুবেল গ্রেফতার
ঈশ্বরদী (পাবনা)প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে দুপুরে বাসা ভাড়া নিয়ে রাতে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার আসামী সৌদি প্রবাসী রুবেল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ অরবিন্দ সরকার সত্যতা স্বীকার করে বলেছেন আমরা গৃহবধূ সোনিয়া খাতুনের (২২) হত্যার প্রধান আসামি সৌদি প্রবাসী রুবেল হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তিনি আরও জানান, ঈশ্বরদী থানা পুলিশের একটি দল পাবনা পুলিশ সুপারের আকবর আলী মুন্সী নির্দেশে, অতিরিক্ত দিকনির্দেশনায় পুলিশ সুপার মাসুদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার রোকনুজ্জামান, তদন্ত কর্মকর্তা এস আই সুব্রত সহএকটি টিম ঝিনাইদহ জেলার মেহেশপুরের হামিদপুরে রুবেলের গ্রামের বাড়ি থেকে আজ তাকে গ্রেফতার কর ঈশ্বরদী থানায় নিয়ে আসে। পুলিশ সূত্রে জানা যায় সোনিয়াকে পূর্বের ডিভোর্স দিয়েছিল রুবেল পরবর্তীতে একটি বিয়ে করেছিলেন, সেখানে ডিভোর্স হয়ে গেছে, আবার সোনিয়াকে বিয়ে করে। আগামীকাল ১ অক্টোবর শনিবার তাকে কোর্টে প্রেরন করা হবে। উল্লেখ্য গত বুধবার দুপুরে সৌদি থেকে ফিরে আসা প্রবাসী স্বামী রুবেল -স্ত্রী সোনিয়া খাতুন সহ স্বজনরা এসে পাবনার ঈশ্বরদী শহরের বাবু পাড়া এলাকায় একটি ফ্লাট ভাড়া নেয়। রাতে রান্না করে খাওয়া দাওয়া করে তারা। পরদিন বৃহস্পতিবার সকাল ৮দিকে বাসার দরজা খোলা দেখে বাড়ির মালিক বুদু ডাক্তার ভিতরে ঢুকে দেখতে পাই সোনিয়ার মরদেহ রক্তাক্ত অবস্থায় পিছনের বেলকুনিতে পড়ে ছিলো।