৫ কেজি ১০০ গ্রাম অবৈধ গাঁজা’সহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
গতকাল রাত্রী ০২.৪৫ ঘটিকায় সময় র্যাব-১২, সিপিসি-২ পাবনা, র্যাবের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র এএসপি কিশোর রায় এর নেতৃত্বে নাটোর জেলার বড়াইগ্রাম কলেজ পাড়া ১ নং আসামী বাবুল শেখ (৩৬), পিতা-মোঃ ইব্রাহিম শেখ এর মালিকানাধীন একতলা বিশিষ্ট বিল্ডিং এ অভিযান পরিচালনা করে উক্ত আসামী ১। বাবুল শেখ বাবলু (৩৬), পিতা-মোঃ ইব্রাহিম শেখ, মাতা-তসলিমা বেগম, সাং-পূর্ণকলস, থানা-বড়াইগ্রাম, থেকে তাকে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা ০৫ কেজি ১০০ গ্রাম, ছুরি-০১টি, চাপাতি-০২টি, হাসুয়া-০১টি, মোবাইলফোন-০২ টি, সিমকার্ড-০৪টি টিসহ গ্রেফতার করে। উক্ত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তাহার নিকট থেকে উদ্ধারকৃত গাঁজা পলাতক ০২ নং আসামী মোঃ হেদায়েত উল্লাহ বাবু (৪৫), পিতা-মোঃ আফতাব উদ্দিন মাষ্টার ও পলাতক ০৩ নং আসামী মোঃ শাহীন আলম (৩৫), পিতা-মৃত আব্দুল আজিজ, উভয় সাং-মুলাডুলি, থানা-ঈশ্ববরদী, জেলা-পাবনা। পলাতক আসামীদ্বয় লালমনিরহাট জেলা থেকে ক্রয় করে বিক্রয়ের উদ্দেশ্যে তাহার নিকট পাঠিয়েছে। উক্ত আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, তাহারা দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা নিজেদের হেফাজতে রেখে নিজ জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল।
উক্ত আসামী এবং পলাতক আসামীদ্বয়ের বিরুদ্ধে নাটোর জেলার বড়াইগ্রাম থানায় এজাহার দায়ের করা হয়েছে।