জেলা পরিষদ নির্বাচনে জয়ী তৈফিকুজ্জামান রতন মহলদার।
আজ ১৭ অক্টোবর ২০২২ সোমবার পাবনা জেলা পরিষদ নির্বাচনে ঈশ্বরদী উপজেলা পরিষদ কেন্দ্রে
সকাল ৯ টা থেকে চলছে ভোট গ্রহণ। ভোট গ্রহণ চলবে দুপুর ২টা পর্যন্ত। পাবনা জেলা পরিষদের নির্বাচনে ফলাফল ঘোষনা করেছেন। ঈশ্বরদী উপজেলার সদস্য পদে সাবেক ভিপি মুরাদ আলী মালিথা (১৭) ভোট।শফিউল আলম বিশ্বাস(১৭)ভোট। সাইফুল ইসলাম বাবু মন্ডল( ১৮) ভোট।তৈফিকুজ্জামান রতন মহল্দার(৪২)ভোট।মুরাদ আলী(৯)ভোট।আনসারুল ইসলাম বকুল মৃধা(২) ভোট। মহিলা সদস্য প্রার্থীদের মধ্যে ১। ফাহিমা আক্তার পলি (১৬) ভোট।২। আইরিন কিবরিয়া (৬১)।৩। মাহমুদা সুলতানা( ১২)ভোট।ও সুমাইয়া সুলতানা হ্যাপি (১৪)ভোট। সুষ্ঠ ও শান্তি শৃঙ্খলা পরিবেশে নির্বাচন হয়েছে।পৌর ও ইউ পি র মেয়র চেয়ারম্যান, কাউন্সিল ও মেম্বররা শৃঙ্খলা বজায় রেখে ভোট প্রদানের জন্য লাইনে অবস্থান করেন।ভোট কেন্দ্র পর্যবেক্ষণ করছেন উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও ঈশ্বরদী প্রেস ক্লাবের নেতৃবৃন্দ। উপজেলা নির্বাহী কর্মকর্তা পি এম ইমরুল কায়েস, ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ অরবিন্দ সরকার, ওসি তদন্ত হাদিউল ইসলাম, প্রেস ক্লাবের নব নির্বাচিত সভাপতি মোস্তাক আহমেদ কিরণ,সহ সভাপতি মাহাবুবুল হক দুদু,যুগ্ম সম্পাদক সেলিম সরদার,ক্রীড়া সম্পাদক শেখ ওয়াহেদ আলী সিন্টু। ঈশ্বরদী অনলাইন প্রেসক্লাবের সভাপতি রিফাজ বিশ্বাস লালন, লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের মহিলা মেম্বার সপুরা খাতুন অসুস্থ হলেও কষ্ট করে ভোট প্রদান করতে আসেন।