ঈশ্বরদী প্রেসক্লাবের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
আজ শনিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় শহরের অভিজাত্য রেস্তোরা ফুড গার্ডেনে ঈশ্বরদী অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে ঈশ্বরদী অনলাইন প্রেসক্লাবের সভাপতি রিফাজ বিশ্বাস লালন সভাপতিত্ব করেন।
ঈশ্বরদী অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম ফেরদৌসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত ঈশ্বরদী প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি মোস্তাক আহমেদ কিরণ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নব-নির্বাচিত সহ-সভাপতি খন্দকার মাহবুবুল হক দুদু, সহ-সম্পাদক মহিদুল ইসলাম, ক্রিড়া সম্পাদক শেখ ওয়াহেদ আলী সিন্টু ও সমাজকল্যাণ সম্পাদক শেখ মেহেদী হাসান।
এসময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক ভিপি ও জিএস হাজী আসাদুর রহমান বীরু, সাংবাদিক সালাউদ্দিন আহমেদ, ডাঃ আনোয়ারুল ইসলাম, আসাদুজ্জামান শিহাব, মোস্তাফিজুর রহমান লিটন, বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরদী উপজেলা শাখার হাফিজুর রহমান হাফিজ, সাধারণ সম্পাদক আজিম উদ্দিন, শহিদুর ইসলাম শহিদ, মেহেদী হাসান মুজাহিদ প্রমূখ।
পরে ঈশ্বরদী অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি ও সহ-সভাপতিসহ সবাইকে ফুল দিয়ে বরণ করে নেন।