আলোচিত মামলার রহস্য উদঘাটিত।
স্পর্শ রিপোর্ট:
পাবনা জেলার ঈশ্বরদী থানা এলাকার জয়নগর আইকে রোডস্থ ওয়াবদা গেটের ২৫০ গজ উত্তরে পাকা রাস্তার উপর থেকে এমআরএস ইন্ডাষ্ট্রিজ লিঃ, সিএনজি ফিলিং ষ্টেশন রুপপুর ঈশ্বরদী পাবনার ১২,৫৭,০০০/- (বার লক্ষ সাতান্ন হাজার) টাকা ছিনতাই মামলার রহস্য উদঘাটন, আসামী গ্রেফতার এবং ছিনতাইয়ে ব্যবহৃত টাকা রাখার ষ্টিলের ফাইল কেবিনেট বক্স উদ্ধার করলো পিবিআই, পাবনা। মামলার ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত আসামী মোঃ জাকির হোসেন, পিতা-মৃত আজিজুর রহমান, সাং-হলুদ বাড়িয়া, বর্তমান সাং-মৌশালা, থানা-পাংশা, জেলা-রাজবাড়িকে গত ১৮/১০/২০২২খ্রিঃ, তারিখে রাজবাড়ি জেলার পাংশা থানাধীন মৌশালা গ্রামস্থ আসামীর বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। গত ০৫/০৫/২০২০খ্রিঃ তারিখে সকাল অনুমান ১০.৩৫ ঘটিকার সময় এমআরএস ইন্ডাষ্ট্রিজ লিঃ, সিএনজি ফিলিং ষ্টেশন রুপপুর ঈশ্বরদী পাবনার ১২,৫৭,০০০/- (বার লক্ষ সাতান্ন হাজার) টাকা জনতা ব্যাংক ঈশ্বরদী শাখায় জমা প্রদান করতে যাওয়ার পথে জয়নগর আইকে রোডস্থ ওয়াবদা গেটের ২৫০ গজ উত্তরে পাকা রাস্তার উপর থেকে সকাল অনুমান ১০.৪৭ ঘটিকার সময় ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। এ সংক্রান্তে এমআরএস ইন্ডাষ্ট্রিজ লিঃ বিসিক শিল্প নগরী কুষ্টিয়ার উপ-ব্যবস্থাপক (প্রশাসন) মোঃ মতিয়ার রহমান বাদী হয়ে ঈশ্বরদী থানায় অজ্ঞাতনামা ০২ জন আসামীর বিরুদ্ধে ঈশ্বরদী থানার মামলা নং-০…