সাজাপ্রাপ্ত ১ জন পলাতক আসামী গ্রেফতার।
গত ২২ অক্টোবর, ২০২২ তারিখ ২২.৫০ ঘটিকায় র্যাব-১২, সিপিসি-২ পাবনার ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিঃ এএসপি কিশোর রায় এর নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পাবনা জেলার পাবনা থানাধীন টেবুনিয়া বাজারস্থ হাজি মোস্তফা এর মালিকানাধীন তিনতলা বিল্ডিং এর তৃতীয় তলায় অভিযান পরিচালনা করে জিআর-১৫/১১ (চাটমোহর), প্রসেস-১৯/১৭ (সাজা), তারিখঃ ১০/০৮/২০১৭; জিআর-৩৫/১০ (আটঘরিয়া), এসটি নং-৪৫/১১, প্রসেস নং-১৩০/১৮, তারিখঃ ২৩/০৪/২০১৮ খ্রিঃ এবং জিআর-৩৫/১০ (আটঘরিয়া), এসসি নং-১৬৬/১৩, প্রসেস নং-১২৬/১৮, তারিখঃ ২৩/০৪/২০১৮ খ্রিঃ মোতাবেক বিজ্ঞ আদালতের রায়ে হত্যা, বিস্ফোরক ও পুলিশ এ্যাসল্ট মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ দুলাল হোসেন (৪৭), পিতা-তারু খাঁ, সাং-চান্দাই, থানা-আটঘরিয়া, জেলা-পাবনা’কে গ্রেফতার করে। উক্ত আসামী দীর্ঘদিন যাবৎ পলাতক পলাতক ছিল। পরবর্তীতে উক্ত আসামীকে আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে পাবনা জেলার আটঘরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।