২১২ গ্রাম হেরোইনসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
গত কাল ২০.৫০ ঘটিকার সময় র্যাব-১২, সিপিসি-২ পাবনার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিঃ এএসপি কিশোর রায় এর নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পাবনা জেলার পাবনা থানাধীন সাধুপাড়া চাঁদা খাঁর বাঁশতলার মোড়স্থ দুর্নীতি দমন কমিশন অফিসের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী উক্ত আসামী ১। মোঃ মামুনার রশিদ ফিটু (৪২), পিতা-মৃত আব্দুল মজিদ, মাতা-মৃত জামিলা বেগম, সাং-দাঁত ঝিকড়া, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী, ২। মোঃ শামসুল আলম (৪৩), পিতা-শীষ মোহাম্মদ, মাতা-মোসাঃ রমিশা বেগম, সাং-সাগুয়ান, থানা–গোদাগাড়ী, জেলা-রাজশাহীদ্বয়’কে গ্রেফতার করে। গ্রেফতার পূর্বক ধৃত আসামীদ্বয়ের নিকট হইতে ২১২ (দুইশত বার) গ্রাম অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য হেরোইন, মাদক বহন কাজে ব্যবহৃত খড় বোঝাই ০১টি ট্রলি, ০২টি মোবাইল ফোন, ০৪টি সিম কার্ড এবং নগদ-৭২০/-টাকা উদ্ধার করে। ধৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তাহারা দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য হেরোইন নিজ নিজ হেফাজতে রেখে নিজ জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল।
ঊক্ত আসামীদ্বয়ের বিরুদ্ধে পাবনা জেলার সদর থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।