০২ কেজি ১২০ গ্রাম গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
গত কাল ২০.৫৫ ঘটিকার সময় র্যাব-১২, সিপিসি-২ পাবনার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিঃ এএসপি কিশোর রায় এর নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পাবনা থানাধীন গয়েশপুর ইউপি’র অর্ন্তগত বাবুলচড়া সোবহান মন্ডল এর বসতবাড়ীর উত্তর দিকে বাবুলচড়া পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আসামী ১। মোঃ সাইফুল ইসলাম (২৮), পিতা-শীতল সরদার, ২। মোঃ সানাউদ্দিন পারভেজ (১৯), পিতা-মোঃ আব্দুস সালাম প্রামানিক, উভয় সাং-বাবুলচড়া, থেকে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতার পূর্বক উক্ত আসামীদ্বয়ের নিকট হইতে ০২ কেজি ১২০ গ্রাম অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা, মাদক বহন কাজে ব্যবহৃত ০১টি মোটরসাইকেল, ০২টি মোবাইল ফোন, ০৪টি সিম কার্ড এবং নগদ-৪,৯৫০/-টাকা উদ্ধার করে। ধৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তাহারা দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা নিজ নিজ হেফাজতে রেখে নিজ জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল।
উক্ত আসামীদ্বয়ের বিরুদ্ধে পাবনা জেলার সদর থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।