ঈশ্বরদীতে প্রীতি ক্রিকেট ম্যাচ খেললেন কোরআন অনুবাদ শিক্ষা কোর্সের শিক্ষার্থীরা
পাবনার ঈশ্বরদীতে পবিত্র কোরআন অনুবাদ শিক্ষা কোর্স প্রথম ও দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে একটি প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এতে জয় পেয়েছে দ্বিতীয় ব্যাচ।
শুক্রবার বিকেলে স্কুলপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ প্রীতি ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়।
টসে জিতে দ্বিতীয় ব্যাচ ব্যাটিংয়ে পাঠায় প্রথম ব্যাচকে। নির্ধারিত ১০ ওভারের খেলায় প্রথম ব্যাচ ব্যাট করতে নেমে ৯ ওভার ৩ বলে সবকটি উইকেট হারিয়ে তোলে ১১৭ রান। দ্বিতীয় ব্যাচ ১১৮ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে ৫ ওভার ৪ বলে ৬ উইকেটে জয় পায়। দলের পক্ষে আদনান ৮০ রান করেন। প্রথম ব্যাচের আহাম্মেদ ৪৫ রানে তিনটি উইকেট নেন। দ্বিতীয় ব্যাচের আদনান ম্যাচ সেরা হন।
মাঠে ম্যাচের উদ্বোধন করেন দক্ষিণ স্কুলপাড়া বাইতুল আমান জামে মসজিদের সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন মন্ডল। বিশেষ অতিথি ছিলেন ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- বাংলাদেশ স্কাউট আঞ্চলিক স্কাউট রাজশাহীর উপ-কমিশনার (এলটি) নওশাদ আলী, বেসরকারি সংস্থা নিউ এরা ফাউন্ডেশনের পরিচালক শফিকুল ইসলাম শফিক, ঈশ্বরদী প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক ওয়াহেদ আলী সিন্টু, দক্ষিণ স্কুলপাড়া বাইতুল আমান জামে মসজিদের ইমাম আশরাফ আলী নয়ন, মসজিদ পরিচালনা কমিটির সদস্য আরিফুল ইসলাম ও সাবেক কৃষি কর্মকর্তা মিলন ইসলাম প্রমুখ।
প্রীতি ক্রিকেট ক্রিকেট ম্যাচটি সমন্বয় করেন আথাইল শিমুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোতালেব।
বিকেলে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।