৮ কোটি টাকার স্বর্ন উদ্ধার
যশোরের চৌগাছা উপজেলার কাশিপুর-শাহজাদপুর সীমান্তের একটি মরিচ
বাগান থেকে ৭০টি সোনার বার উদ্ধার করেছে বিজিবি। ঘটনাটি ঘটেছে
শনিবার সন্ধায়। উদ্ধারকৃত সোনার দাম আট কোটি ৩৫ লাখ বিশ হাজার টাকা।
ওজন নয় কেজী ২৮০ গ্রাম। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর ব্যাটালিয়নের
অধিনায়ক (৪৯ বিজিবি) লেঃ কর্ণেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী।
তিনি জানান, শনিবার সন্ধ্যায় ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি নিয়মিত
টহল দল চৌগাছা উপজেলার কাশিপুর-শাহজাদপুর সীমান্তে অব¯’ান করছিলো।
এমন সময় মেইন পিলার ৩৮/৮৫ থেকে ৩০০ গজ দুরে মৎসমপুর মাঠের মধ্যে দুইজন
কুষককে ঘোরাঘোরি করতে চ্যালেঞ্জ করে। এসময় তারা পালিয়ে যায়। একইসময়
অপর প্রান্ত ভারতের সীমান্ত অঞ্চলে আরও দুইজনকে সন্দেহজনকভাবে চলাচল করতে
দেখে। এসময় তারা নিশ্চিত হয় ওই চারজন মিলে কোনো চোরাচালানের চেষ্টা
করছিলো।
এমতাব¯’ায় তারা চিরুনী অভিযান শুরু করে। পাশের একটি মরিচ বাগানের ভিতরে
দুটি কাপড়ের বেল্টের মধ্যে আঠালো টেপ দ্বারা আবর্তিত চারটি বড় সোনার
বারের বান্ডেল পাওয়া যায়। পরে সেই বান্ডেল থেকেই এ সোনার বার উদ্ধার করা হয়।