ঈশ্বরদীতে বিএনপির বিজয় দিবসে র্যালি
ঈশ্বরদীতে মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় র্যালি করেছে বিএনপি। সকালে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে বিশাল বিজয় র্যালি বের করে।
আজ শুক্রবার(১৬ ডিসেম্বর) সকাল ১০ টার সময় ঈশ্বরদী শহরের রেলগেটস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিশাল বিজয় র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলহাজ্ব মোড়স্থ বিজয় স্মৃতি স্তম্ভে গিয়ে শেষ হয়। পরে সেখানে পুস্পমাল্য অর্পণ করেন বিএনপিসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব জাকারিয়া পিন্টুর দিকনির্দেশনায় দিনব্যাপী এসব কর্মসূচী সফলভাবে পালিত হয়েছে।
এসময় নেতাকর্মী সমর্থকরা জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার ফেস্টুন, প্লাকার্ডে সুসজ্জিত হয়ে স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে ঈশ্বরদীর রাজপথ। র্যালি শেষে আলহাজ্ব মোড়ের বিজয় স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আহসান হাবীব, পৌর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক এসএম ফজলুর রহমান, বিএনপির নেতা আক্কাস আলী খান, আরজু খান, আমিনুর রহমান স্বপন, সামসুদ্দোহা পিপ্পু, পৌর যুবদলের আহবায়ক জাকির হোসেন জুয়েল, সদস্য সচিব এমকেএম সাজেদুজ্জামান জিতু, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আক্তারুজ্জামান রাজু, মনির আহমেদ হিরোক সরদার, ছাত্রনেতা হাসানুজ্জামান আয়নাল প্রমূখ।