এবার প্লেব্যাকে অভিশেক হলো ঈশ্বরদীর শুভ’র।
আর টিভি আয়োজিত ‘বাংলার গায়েন’প্রতিযোগিতার মাধ্যমে সংগীতাঙ্গনে পরিচিত লাভ করেন,পাবনা জেলার ঈশ্বরদীর ছেলে রবিউল শুভ,
২০২০ সালে ‘বাংলার গায়েন’সংগীত প্রতিযোগিতার মাধ্যমে সারাদেশে ব্যাপক পরিচিত লাভ করেন
এছাড়াও শুভর অসাধারণ গায়কিতে তার গাওয়া কলিজা ভুনা গানটি সারাদেশে আলোড়ন সৃষ্টি করেছে,
এই পর্যন্ত এই গানটি এসটিএল টিভি ইউটিউব চ্যানেলে প্রায় ৮০ লক্ষ মানুষ দেখেছে এবং শুনেছে, পাশাপাশি আরও কয়েকটি গান রয়েছে এই ইউটিউব চ্যানেলে, যার মোট ভিউ সংখ্যা প্রায় 2 কোটি
সাফল্যের ধারাবাহিকতায় ফেরারি ফরহাদের কথা ও এস টি এল শামীমের সুরে ‘নাকফুল’ চলচ্চিত্রে প্রথম কণ্ঠ দিলেন শুভ, এবং বাংলাদেশের জনপ্রিয় কন্ঠশিল্পী পূজা,পূজার সাথে শুভর এটি প্রথম কাজ,
নাকফুল চলচ্চিত্রে তাদের গানে অভিনয় করবেন জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরি ও আদর আজাদ ।
ছবিটি প্রযোজনা করছেন আর টিভির সিইও সৈয়দ আশিকুর রহমান ।
সংগীত শিল্পী শুভ বলেন, প্রথমবারের মতো চলচ্চিত্রের গানে কন্ঠ দিলাম জনপ্রিয় কন্ঠ শিল্পী পূজা আপুর সাথে,আমি সত্যিই ভাগ্যবান ফেরারি ফরহাদ ভাইয়ের মত একজন গুণী গীতিকার ও সুরকারের লেখা গানে চলচ্চিত্রে অভিষেক হচ্ছে, দুজনের কন্ঠে গানটি অসাধারণ হয়েছে, চলচ্চিত্রটি মুক্তি পেলেই দর্শকরা শুনতে পারবে ।
সেই সাথে আমি উচ্ছ্বসিত,কারণ আরটিভি আমার নিচের ঘর পরিবারের মত,আর নিজের পরিবারের কাজ এমন অপ্রত্যাশিতভাবে এত অল্প সময়ে করার সুযোগ পাবো ভাবি নি,
সামনে আরো ভালো কাজের মাধ্যমে সারাদেশে পাবনা ও ঈশ্বরদীর নাম উজ্জ্বল করতে পারে সেই জন্য সকলের কাছে দোয়া চেয়েছে শুভ ।