সবার সহযোগিতা চাইলেন ঈশ্বরদীর সন্তান ইলিয়াচ।
সহযোগিতার হাত বাড়ালে ঈশ্বরদীর সন্তান বেঁচে যাবে, কাচারিপাড়ার মৃত চাঁদ আলী হুজুরের বড় ছেলে ইলিয়াচ মুমূর্ষ অবস্থায় ঠাকুরগাঁ সদর হসপিটালের ভর্তি আছেন।কাজের সূত্রে ইলিয়াচ ঠাকুরগাঁয়ে থাকতেন।টাকার অভাবে তার পরিবার চিকিৎসার ভাড়বহন করতে পারছে না।কেউ যদি সহযোগিতা করতে চান / স্বেচ্ছাসেবী সংগঠন সহযোগিতার হাত বাড়াতে চান ঈশ্বরদীর সন্তান হিসাবে সবার সহযোগিতা কামনা করেছেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে তাকে বাঁচানোর জন্য অনুরোধ করেছেন তার পরিবার। তার বোন রুমা যার বিকাশ নম্বর পার্সোনাল ০১৭১৫ ৮৪ ৫৩ ৫৯ আরেক বন হাফসা বিকাশ পার্সোনাল ০১৭ ০৮ ১৭ ৫৫ ৮১ সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।