ঈশ্বরদী ইলেকট্রিক ব্যবসা সমিতির নতুন কমিটি গঠন।
গত ২০-১-২৩ তারিখে ঈশ্বরদীতে ইলেকট্রিক ব্যবসায়ী সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন শামীম আহমেদ, শামীম ইলেকট্রিক, সাধারন সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মনিরুল ইসলাম, মেজাজ চাঁদনী ইলেকট্রিক, সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন রবিউল ইসলাম,ইমন এন্টারপ্রাইজ, অর্থ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম,ভাই ভাই ইলেকট্রিক, সহ-সভাপতি জিয়াউর রহমান, মুনমেশিনারিজ, সহ সেক্রেটারি মোঃ ডাবলু, মেসাস প্রগতি টেডার্স, সহ-সাংগঠনিক মোঃ আলমগীর, জাহাঙ্গীর ইলেকট্রিক, সহ-অর্থ সসম্পাদক মোঃ সজিব, মোহাম্মদ ইলেকট্রিক, প্রচার সম্পাদক রাশেদ আহমেদ, আর আর এন্টারপ্রাইজ, ক্রিয়া সম্পাদক রফিকুল ইসলাম, মা- ইলেকট্রিক দপ্তর সম্পাদক আরিফ হোসেন, আরিফ ইলেকট্রিক, উপদেষ্টা কমিটিতে হিসেবে রয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ আলী স্টার এন্টারপ্রাইজ। তানজিলুর রহমান ফিরোজ,ফিরোজ ইলেকট্রিক, আমানুল্লাহ আমান, আমান ইলেকট্রিকক, তাহাজ্জদ হোসেন,তাহাজ্জত ইলেক্রটিক, লিটন আহমেদ,আহাদ ইলেক্ট্রিক, বাবুল হোসেন, ফাহাদ ইলেকট্রিক,শহিদুল ইসলাম,ভাই ভাই ইলেকট্রিক, শাহিন আহম্মেদ, শাহিন ইলেকট্রিক , আব্দুল মালেক মন্ডল, মন্ডল ইলেকট্রিক,মোজাম্মেল হোসেন মোজাম্মেল, ইলেকট্রিকক,হাজী মশিউর রহমান, রাফিন টেডার্স, মিজানুর রহমান মিলু, মিলু ইলেকট্রিক, তিন বছরের মেয়াদে এই কমিটির নবনির্বাচিত সদস্যরা সভাপতিসহ আগামী তিন বছরের জন্য তাদের কমিটি পরিচালনা পরিষদের সর্বোচ্চ দায়িত্ব পালন করবেন এবং পালন করে যাবেন এই আশাবাদ ব্যক্ত করেছেন।