সরকার পতনের আন্দোলন ঈশ্বরদী থেকেই হবে-হাবিব
বিএনপি চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বলেছেন, বিএনপি সাগরে ডুবে মরলে ১৪ বছর ক্ষমতা থাকার পরও নিশীরাতের সরকার মাছের পেটে লুকিয়ে বাঁচতে পারবে না।
শুক্রবার(০৩ ফেব্রুয়ারি) বিকেলে ঈশ্বরদীর পশ্চিমটেংরী বাদ্রার্স ক্লাব সংলগ্ন ঈদগা মাঠে উপজেলা ও পৌর বিএনপিসহ সহযোগী সংগঠনের উদ্যোগে মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক এস এম ফজলুর রহমানের সভাপতিত্বে তিনি আরো বলেন, ঈশ্বরদী বিএনপির মতবিনিময়সভা থেকে নিশীরাতের সরকারকে বার্তা দিতে চাই-বিএনপির নেতাকর্মীরা সরকারকে উৎখাত করতে ঐক্যবদ্ধ হচ্ছে।
হাবিব বলেন, এই স্বৈরাচার সরকার গত ১৪ বছরে শুধু লুটপাট করেছে। গ্যাস উত্তোলন করেনি। শিল্প কারখানায় গ্যাস দিতে পারছে না। বিদ্যুৎ উৎপাদন করেনি। যার কারণে বিদ্যুতের দাম বেড়েছে। এই সরকার ইভিএম কেনার নামে ৪ হাজার কোটি টাকা হরিলুট করেছে। ইভিএমের মতো মেগা প্রজেক্ট থেকে ৯ হাজার কোটি টাকা লুট করেছে। অথচ মাত্র ২ কোটি টাকার মিথ্যা মামলায় বেগম খালেদা জিয়াকে জেলে বন্দি করে রাখা হয়েছে।
এসময় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপি যুগ্ন আহবায়ক আনিসুল ইসলাম বাবু, আবু ওবায়েদ শেখ তুহিন, নুর মোহাম্মাদ বগা, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব সিদ্দিকুর রহমান সিদ্দিক, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জিয়াউল ইসলাম সন্টু সরদার, সাবেক সদস্য সচিব প্রভাষক আজমল হোসেন সুজন, পৌর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক আমিনুল রহমান স্বপন, আতাউর রহমান পাতা, সামসুজ্জোহা পিপলু, সাঁড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আক্কাস আলী, উপজেলা যুবদলের সদস্য সচিব, পৌর যুবদলের আহবায়ক জাকির হোসেন জুয়েল, উপজেলা সেচ্ছাসেবকদলের সদস্য সচিব মেহেদী হাসান প্রমূখ।