১০৫ কেজি নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজাসহ ০২ জন গ্রেফতার।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী সন্ত্রাসী সংঘবদ্ধ অপরাধী ছিনতাইকারী জুয়ারি মাদক ব্যবসায়ী খুন এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম অধিনায়ক র্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের নির্দেশনায় গত ২৩/০২/২০২৩ তারিখ ২১.০০ ঘটিকায় কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার মোঃ তৌহিদুল মবিন খান এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি কিশোর রায় এর নেতৃত্বে র্যাব-১২, সিপিসি-২ পাবনা কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ‘পাবনা জেলার বেড়া থানাধীন বেড়া পৌরসভাস্থ সিএন্ডবি মোড় হইতে পূর্বদিকে দত্তকাদি সাকিনস্থ করতোয়া কুরিয়ার সার্ভিসের সামনে’ অভিযান পরিচালনা করে গাঁজা ১০৫ কেজি ৫০ গ্রাম মাছের খাদ্য (মুরগীর বিষ্টা)-১০০ বস্তা মাদক বহন কাজে ব্যবহৃত ০১টি ট্রাক চাবি-০১টি ফিটনেস সনদপত্র-০১টি ট্যাক্স টোকেন-০১টি রুট পারমিট সনদপত্র-০১টি মোবাইল-০১টি সীম-০১ টিসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীর নাম- ০১। মোঃ রবিউল হাসান (৩৫), পিতা-মৃত সিরাজ মিয়া, সাং-শ্যামপুর, থানা- কোতয়ালী, জেলা-কুমিল্লা, ০২। মোঃ শাহাদাত হোসেন (২৪), পিতা-জমাদিউস সানী, সাং-রাজাপুর, থানা-বুড়িচং, জেলা-কুমিল্লা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ীরা পরস্পর যোগ সাজস করে দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন জেলায় পরিবহনের মাধ্যমে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করত জব্দকৃত আলামতসহ তাহাদের পাবনা জেলার বেড়া থানায় হস্তান্তর করা হয়েছে।