দলের জি-২০ সম্পর্কিত বি-২০ বৈঠকে অংশ গ্রহন
নাগাল্যান্ডের রাজধানী কোহিমায় বসেছে জি-২০ সম্পর্কিত বি-২০ বৈঠক। বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ আইবিসিসিআই বাংলাদেশের সভাপতি আব্দুল মাতলুবের নেতৃত্বে এগারো সদস্যের একটি বিশিষ্ট শিল্পপতি দল এই বৈঠকে অংশ নেন। এফবিসিসিআই আসাম কমিটির পক্ষ থেকে বাংলাদেশের প্রতিনিধি দলকে নাগাল্যান্ডের পক্ষ থেকে রাজকীয় সংবর্ধনা ও স্বাগত জানানো হয়। তবে কমিটির পক্ষ থেকে সঞ্চালক আব্দুল কুদ্দুস চৌধুরী সুলতান,শাহ মোঃ ফরিদ ও আজহার উদ্দিন এই তিনজন সঞ্চালকের প্রতিনিধি দল বাংলাদেশ থেকে আগত শিল্পপতি আব্দুল মাতলুব আহমেদ নেতৃত্বাধীন এগারো সদস্য বিশিষ্ট শিল্পপতি প্রতিনিধিদলকে নাগাল্যান্ডের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে। এদিন বাংলাদেশীদের নাগাল্যান্ডের ঐতিহ্যবাহী অতিথি সংবর্ধনা সংস্কৃতির অনুসরণে ভারতে স্বাগত জানানো হয়। ইন্দো বাংলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের গোহাটি চেপ্টারের সভাপতি প্রাক্তন মন্ত্রী তন্ময় আমিনুর রশিদ চৌধুরীর দেওয়া এক বিবৃতি সূত্রে এসব তথ্য জানিয়েছেন।
সূত্রমতে, আড়ম্বরপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত জি-২০ সম্পর্কিত বি-২০ বৈঠক ভারত বাংলাদেশের ব্যবসায়ীক সম্পর্ক সুদৃঢ় করার পাশাপাশি উভয়দেশের ব্যবসায়িক উন্নয়নে একগুচ্ছ সিদ্ধান্ত গৃহিত হয়। সিদ্ধান্ত গুলির মধ্যে বাংলাদেশের প্রতিনিধিদল কর্তৃক নাগাল্যান্ড থেকে কয়েকটি পণ্য আমদানী করার ব্যাপারেও চুড়ান্ত সিদ্ধান্ত গৃহিত হয়। বিশেষ কাজে আইবিসিসিআই গোহাটি চেপ্টারের সভাপতি আমিনুর রশিদ চৌধুরী উপস্থিত থাকতে পারেননি। জানাগেছে,গত শুক্রবার নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রীসহ বিভিন্ন বাণিজ্যিক প্রধান ও উচ্চস্তরীয় সরকারী আমলাদের উপস্থিতিতে রাজধানীর কোহিমাতে বি-২০বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উভয় দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক উন্নতি কল্পে বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয়েছে। সভাপতি আমিনুর রশিদ চৌধুরীর বিবৃতি মতে,আইবিসিসিআই বাংলাদেশের শিল্পপতিরা নাগাল্যান্ড থেকে বাংলাদেশে নাগাল্যান্ডের বাঁশ,বঙ্গচিপস,স্টোনস্,মিনারেল প্রডাক্টস্ এবং স্পাইসেস্ ফুড প্রডাক্টস্ ও স্বাস্থ্য সামগ্রীসহ বিভিন্ন পণ্য আমদানী করতে ইচ্ছা পোষন করেছেন। আইবিসিসিআই এর সভাপতি আব্দুল মাতলুবের নেতৃত্বে প্রতিনিধি দলটি গত বৃহস্পতিবার সকালে হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ইন্ডিয়ান এয়ারলাইন্সে ভারতের উদ্দেশ্যে রওনা হয় ।