ঈশ্বরদী ইলেকট্রিক ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত♣
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ঈশ্বরদী ইলেকট্রিক ব্যবসায়ী সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় ষ্টেশন রোডস্থ নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
ঈশ্বরদী ইলেকট্রিক ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ শামীম আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মিনারুল ইসলাম এর পরিচালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা ইলেকট্রিক ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, ঈশ্বরদী অনলাইন প্রেসক্লাব এর সভাপতি রিফাজ বিশ্বাস লালন ও সাধারণ সম্পাদক সাংবাদিক রেজাউল করিম ফেরদৌস।
এসময় আরো উপস্থিত ছিলেন ঈশ্বরদী ইলেকট্রিক ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি জিয়াউল হক, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক ডাবলু হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম, সহ-কোষাধ্যক্ষ সজিব উদ্দিন, দপ্তর সম্পাদক আরিফ হোসেন, প্রচার সম্পাদক রাকিব আহম্মেদ ও ক্রিয়া সম্পাদক রফিকুল ইসলামসহ কার্যনির্বাহী কমিটির সকল সম্পাদক মন্ডলীর সদস্য ও সাধারণ সদস্য উপস্থিত ছিলেন।