পাবনায় বিএনপির কর্মসূচিতে যুবলীগ-ছাত্রলীগের হামলা, হাবিবসহ আহত বি এনপির নেতা কর্মিরা।
আমাদের জেলা আহ্বায়কসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। আমাদের নেতা–কর্মীরা দোকানপাটে লুকিয়ে পড়লেও তাদের পর তাণ্ডব চালানো হয়।’
তবে হামলা করার বিষয়টি অস্বীকার করে জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল বলেন, ‘আমাদেরও শান্তি সমাবেশ চলছিল। এ সময় বিএনপির নেতা–কর্মীরা সেখানে হামলা চালানোর পরিকল্পনা নিয়ে আসার পথে নেতা–কর্মীরা তাদের প্রতিহত করেছে মাত্র। বিরোধী কারোর ওপর হামলা চালানোর নির্দেশনা নাই।’
এ বিষয়ে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ডি এম হাসিবুল বেনজীর বলেন, ‘ছাত্রলীগ-যুবলীগের সমাবেশের সময় পাশ দিয়ে বিএনপি নেতা–কর্মীরা যাওয়ার সময় একটা হট্টগোল হয়েছে। কোনো হামলা হয়েছে কি না আমাদের জানা নেই। আমরা তদন্তের পর জানাতে পারব।’