বিএসআরআই এর উদ্ভাবিত বিভিন্ন প্রযুক্তির ব্যবহার ও কর্মপরিকল্পনা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা বাস্তবায়নে ২০২২-২০২৩ চতুর্থ কোয়ার্টারে অংশিজনের অংশগ্রহণে বিএসআরআই এর উদ্ভাবিত বিভিন্ন প্রযুক্তির ব্যবহার’’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার (২০ জুন) দুপুর আড়াই টায় বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের এএসএম কামাল উদ্দিন মেমোরিয়াল হলরুমে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. ওমর আলী।
বিএসআরআই এর পরিচালক (টিওটি) ইসমাৎ আরার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন নর্থবেঙ্গল চিনিকল লিমিটেড এর মহাব্যবস্থাপক (অর্থ) হিরন্ময় বিশ্বাস ও মহাব্যবস্থাপক (কৃষি) আসহাব উদ্দিন।
প্রধান অতিথি ড. মো. ওমর আলী বলেন, আখ শিল্পকে আরো উন্নত করতে আমাদের কৃষকভাইদের প্রথমেই প্রযুক্তির ব্যবহার বুঝতে এবং শিখতে হবে। আখের সাথে সাথী ফসল করে আরো লাভবান হওয়া যায়। বাচ্চাদের খাদ্যে যদি চিনির ঘাটতি হয় তাহলে তাদের মেধা বিকাশে সমস্যা হয়। বিধায় আখ অত্যন্ত প্রয়োজনীয় একটি ফসল। আমাদের দৈনন্দিন খাদ্যের তালিকায় প্রত্যক্ষ ভাবে চিনির ব্যবহার তেমন দৃশ্যমান না হলেও প্রায় সকল খাদ্যেই পরোক্ষ ভাবে কমবেশি চিনির ব্যবহার ও প্রয়োজনীয়তা রয়েছে। কৃষক ভাইয়েরা বেশি বেশি আখ চাষ করুন এবং যেকোনো সমস্যায় আমাদের সাথে যোগাযোগ করবেন।
কর্মশালায় বক্তারা শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা বাস্তবায়নে ২০২২-২০২৩ চতুর্থ কোয়ার্টারে বিএসআরআই এর উদ্ভাবিত বিভিন্ন প্রযুক্তির ব্যবহার প্রসঙ্গে বিস্তর বক্তব্য রাখেন। আখ চাষকে আরো উন্নত করা যায় কিভাবে সেই বিষয়েও কৃষকসহ বিভিন্ন জনের মতামত কর্মশালায় উঠে আসে।