ঈশ্বরদীতে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী রফিকুল ইসলাম লিটনের উঠান বৈঠক
আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ঈশ্বরদীতে উঠান বৈঠক ও নৌকার ভোট চাইলেন পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য ও স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম লিটন।
রোববার (১০ সেপ্টেম্বর ) বিকালে পৌর এলাকার পিয়ারাখালী মসজিদ মোড়ে ২নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
পৌর আওয়ামী লীগের ২নং ওয়ার্ড শাখার সভাপতি নুরুল আলম বিশ্বাস নুরুর সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা-৪ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী রফিকুল ইসলাম লিটন।
প্রধান অতিথির বক্তব্যে লিটন বলেন, আওয়ামী লীগের উন্নয়নের অপ্রতিরোধ্য অগ্রযাত্রা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় আনতে হবে। বিএনপি-জামায়াতের দোসররা দেশে-বিদেশে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত রয়েছে। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। আওয়ামী লীগের নেতাকর্মী ও দেশের সাধারণ মানুষ জননেত্রী শেখ হাসিনার পক্ষে রয়েছে। জননেত্রী শেখ হাসিনা দেশে উন্নয়ন করেছে। দেশের আপমর জনগণ শেখ হাসিনার পক্ষে রয়েছে। তাই বিএনপি-জামায়াতের দেশী-বিদেশী কোন ষড়যন্ত্রই সফল হবে না। দেশের জনগণ আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করবেন ইনশাল্লাহ।
উঠান বৈঠকে বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথা, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি হামিদুর রহমান, ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সভাপতি ও পৌর আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাচ্চু, লক্ষীকুন্ডা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আনিসুল হক মোল্লা, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ- সভাপতি ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফরিদুল আলম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মেরিনা ইয়াসমিন লাকী, সাধারণ সম্পাদক সোহানা পারভিন রুনা, পৌর যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক রুহানী সাবরিন, যুবলীগ নেত্রী শান্তা ইসলাম প্রমূখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা এনামুল হক, পৌর আওয়ামী লীগ নেতা বাবু রাম পান্ডে, শ্রমিক নেতা খলিলুর রহমান, দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খান বাচ্চু, সাবেক ইউপি সদস্য ওয়াজেদ আলী, যুবলীগ নেতা আব্দুল হান্নান, কবির মালিথা, সাবেক ছাত্রনেতা কামরুজ্জামান স্বপন, পৌর ২নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, সাবেক ছাত্রলীগ নেতা রাজিব হোসেন, ছাত্রলীগ কর্মী বুলবুল আহমেদ খান, ইয়াসিন আরাফাত অন্তর প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম নান্টু প্রমূখ