জেলা গোয়েন্দা শাখার অভিযানে একজন বিদেশী পিস্তল, গুলি এবং একজন মাদক ব্যবসায়ী ১০০(একশত) পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার।
মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ আকবর আলী মুনসী মহোদয়ের নির্দেশনায় পাবনা জেলাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মাসুদ আলম এর সার্বিক তত্বাবধানে ওসি, ডিবি মোঃ এমরান মাহমুদ তুহিন এর নেতৃত্বে ইং ১৭/১২/২০২৩ তারিখ ডিবি পুলিশের এসআই(নিরস্ত্র) সাগর কুমার সাহা, এএসআই(নিরস্ত্র)মোঃ সুলতান আলী শেখ সঙ্গীয় কং/৯৪৩ মোঃ এনামুল হক এর সহায়তায় আতাইকুলা থানাধীন (গঙ্গারামপুর) আতাইকুলা ইউপির মৌগ্রাম সাকিনে অভিযান পরিচালনা করিয়া আগ্নেয়াস্ত্রধারী মোঃ আবুল কালাম (৪৯), পিতাঃ মোঃ ইজিবর সরদার, মাতাঃ জহুরা খাতুন, সাং-জয়কেষ্টপুর, থানাঃ আতাইকুলা, জেলাঃ পাবনাকে একটি বিদেশী সচল 9mm পিস্তল এবং এক রাউন্ড গুলি সহ গ্রেফতার করা হয়। ধৃত আসামী মোঃ আবুল কালাম পাবনা সদর থানাধীন শালগাড়ীয়াস্থ একরাম কমিশনার হত্যা চেষ্টা মামলার আসামী এবং বিজ্ঞ আদালত হত্যা চেষ্টা মামলায় তাকে ৬(ছয়)বছরের সাজা প্রদান করে। সে দীর্ঘদিন আত্মগোপনে ছিল। তার বিরুদ্ধে হত্যা চেষ্টা, অস্ত্র সহ একাধিক মামলা রয়েছে।
জেলা গোয়েন্দা শাখা, পাবনার অপর একটি টিম এসআই(নিরস্ত্র)বেনু রায় এএসআই(নিরস্ত্র)মোঃ রুহুল আমিন বিপিএম, সহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় পাবনা জেলার আতাইকুলা থানাধীন পুস্পপাড়া এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক ব্যবসায়ী মোঃ সামিল হোসেন (২৩), পিতাঃ মোঃ আঃ ছাত্তার, সাং-পুস্পপাড়া, থানাঃ আতাইকুলা, জেলাঃ পাবনাকে ১০০(একশত) পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়।
উক্ত আসামীদের বিরুদ্ধে আতাইকুলা থানায় পৃথক পৃথক অস্ত্র আইনে এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলার দায়ের করা হয়েছে।