৫০০ বোতল দেশীয় তৈরী চোলাই মদসহ ০১ জন গ্রেফতার। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম অধিনায়ক, র্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের নির্দেশনায় অদ্য ৩০/১২/২০২৩ খ্রিঃ ১০.৪৫ ঘটিকায় কোম্পানি কমান্ডার মেজর মোঃ এহতেশামুল হক খান এর নেতৃত্বে র্যাব-১২, সিপিসি-২, পাবনা কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গোপন সূত্রে জানতে পারে যে, পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন ঈশ্বরদী রেল গেইট মোড় হতে কতিপয় মাদক ব্যবসায়ী থার্টি ফাস্ট নাইট উদযাপন উপলক্ষে আনন্দ উপভোগ করার জন্য বিপুল পরিমান দেশীয় তৈরী চোলাইমদসহ একটি ইজিবাইকযোগে ঈশ্বরদী হতে পাবনা অভিমুখে আসিতেছে। সেই মোতাবেক অত্র ক্যাম্পের একটি আভিযানিক দল ঈশ্বরদী থানাধীন রেল গেইট মোড়ে জনৈক কবির হোসেন এর ফুডভ্যালী বাংলা হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে পাঁকা রাস্তার উপর’ অভিযান পরিচালনা করে ৫০০ বোতল (৩০০ লিটার) দেশীয় তৈরী চোলাইমদ, মোবাইল-০১টি, সিমকার্ড-০২টি এবং মাদকদ্রব্য বহন কাজে ব্যবহৃত ০১ টি ইজিবাইক’সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
উক্ত আসামীর নামঃ মোঃ আব্বাস উদ্দিন (৪৩), পিতা-মৃত সালা উদ্দিন, সাং-ফতে মোহাম্মদপুর (এম. এস কলোনী নতুনপাড়া), থানা-ঈশ্বরদী, জেলা-পাবনা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে নিজ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য দেশীয় তৈরী চোলাই মদ বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করত জব্দকৃত আলামতসহ তাকে পাবনা জেলার ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়