১০০ গ্রাম হেরোইনসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম অধিনায়ক, র্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের নির্দেশনায় গত ১৫/১/২০২৪ খ্রিঃ ২০.২৫ ঘটিকায় কোম্পানি কমান্ডার মেজর মোঃ এহতেশামুল হক খান এর নেতৃত্বে র্যাব-১২, সিপিসি-২, পাবনা কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গোপন সূত্রে জানতে পারে যে, পাবনা জেলার ফরিদপুর থানাধীন সোনাহারা (দক্ষিণপাড়া) এলাকায় দুই জন মাদক ব্যবসায়ী মাদক বিক্রয়ের জন্য অবস্থান করছে। সেই মোতাবেক অত্র ক্যাম্পের একটি আভিযানিক দল পাবনা জেলার ফরিদপুর থানাধীন সোনাহারা (দক্ষিণপাড়া) সাকিনস্থ সোনাহারা দক্ষিণপাড়া জামে মসজিদের সামনে গোপালনগর বাজার হইতে নারায়নপুর বাজারগামী পাকা রাস্তার উপর’ অভিযান পরিচালনা করে ১৫০ গ্রাম হেরোইন, ০১ জোড়া স্যান্ডেল, ০২ টি মোবাইল, ০৩ টি সিমকার্ড এবং নগদ ১,৯৭০/- টাকাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। উক্ত আসামীদ্বয় স্যান্ডেলের ভিতরে বিশেষ কায়দায় হেরোইন বহন করে আসছিল।
উক্ত আসামীর নামঃ ০১। মোঃ পারভেজ রুবেল (৩২), পিতা-গোলজার, সাং-মাসুয়াঘাটা, থানা-ফরিদপুর, জেলা-পাবনা ০২। মোঃ মিকাইল হোসেন (৪৭), পিতা-নজরুল ইসলাম, সাং-সরমংলা আমতলা, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ীদ্বয় দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য হেরোইন বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করত জব্দকৃত আলামতসহ তাকে পাবনা জেলার ফরিদপুর থানায় হস্তান্তর করা হয়।