র্যাবেব অভিযানে ৩০ গ্রাম অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য হেরোইনসহ ১ জন গ্রেফতার।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম অধিনায়ক, র্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের নির্দেশনায় অদ্য ২৪/০১/২০২৪ তারিখ ১২.৪৫ ঘটিকায় সিপিসি-২, পাবনার কোম্পানি কমান্ডার মেজর মোঃ এহতেশামুল হক খান এর নেতৃত্বে র্যাব-১২, সিপিসি-২, পাবনা কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, চাঁপাইনবাবগঞ্জ হইতে ঢাকাগামী একটি বাসে কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য হেরোইন নিয়ে ঢাকা অভিমুখে গমণ করবে। উক্ত তথ্যের ভিত্তিতে ‘‘নাটোর জেলার বড়াইগ্রাম থানাধীন নাটোর-ঢাকা মহাসড়কের বনপাড়া মোড় গ্রামীণ ট্রাভেলস কাউন্টার এর সামনে পাকা রাস্তার উপর’’ যানবাহন তল্লাশী অভিযান শুরু করে। অভিযান পরিচালনাকালে গ্রামীণ ট্রাভেলস নামক যাত্রীবাহী বাস হতে ৩০ গ্রাম হেরোইন, মোবাইল-০২টি, সীমকার্ড-০২টি, নগদ ২,০৫০/- টাকাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর নামঃ মোঃ সুলতানুল হাসান সজল (২১), পিতা-মোঃ শামসুল হক, মাতা-মৃত রানু বেগম, সাং-বাসুদেবপাড়া মাহিলাড়া, থানা-গৌরনদী, জেলা-বরিশাল ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন জেলায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য হেরোইন বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করত জব্দকৃত আলামতসহ তাকে নাটোর জেলার বড়াইগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।